আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হইল ঈদ যাত্রা .... শুরু হইল দুর্ভোগ .... অবস্য দুর্ভোগ ছাড়া কি জমে ঈদ যাত্রা?

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

সকাল হইতেই সবাই ডাইকা ডুইকা আরামের ঘুম টা দিল হারাম কইরা। ৭টায় বাস। চোখ ডলতে ডলতে কোনমতে উঠলাম, রেডিটেডি হইলাম তাড়া খাইতে খাইতে। তারপর সবাই হইহই করতে করতে ব্যাগ ট্যাগ নিয়া গাড়ি উঠলাম ৬.৩০টাই মুরুব্বিগনের চিল্লা চিল্লি আইজ নির্ঘাত বাস ফেইল।

কি জ্যাম থাকব রাস্তায় আর এমনে লেট করে? সব দোষ যেন আমার রাস্তাই বাইর হইয়াই দেখি মুরুব্বিরা যা বলে তা ফলে। এত সকালে কেমনে এত জ্যাম আল্লামালুম বাস কাউন্টারে ফোন লাগাইলাম। কাউন্টার কয় আসেন ধিরে সুস্থে প্রব নাইকা কোনো। আমি কইলাম কন কি?! কয় আরে বাস ই তো আসেনাই। আমি কইলাম আল্লাবাচাইছে স্যাস ম্যাস বাস্ট্যান্ড যায়া পৌছাইয়া শুনি কাইকার হরতালে সিডিউল টিডিউল সব উলটাইয়া পাল্টাইয়া খিচুরি পাকায়া গেছে।

৭টার বাস যে কখন আসে কওনের কুনুই উপাই নাই। বুঝলাম হইল শুরু ঈদ যাত্রা কই গিয়া যে শ্যাষ হয় এইডাই অহন দেখনের বিষয়। কি আর করা বাসকাউন্টারে বসার কোনো যাইগা নাই। আমরা মানুষ ও কম না। তাই আবার ডিসিশন ব্যক টু দা প্যভিলিয়ন মানে বাসা।

কাউন্টার ম্যানরে বইলা আইলাম বাসের কোন খবর হইলে জানাইতে। ভাই ব্যারাদার সিসটার আপুগো কাছে এখন একটাই চাওয়া দুয়া কইরেন অ্যাটলিস্ট ঈদের আগে যেন বাড়ি পৌছাইতে পারি। সবাইরে ঈদমোবারোক জানাইয়া অহন ইকটু ঘুমাই তে যাই। সকাল বেলাই ঘুমাইতারিনাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.