আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসাকে চিঠি-১

আমাদের কষ্টগুলোর ভাগ নেবে কে!! পাতা যখন দৃঃখ লাগে, হৃদয় ছোটে খুশীর আগে.. একটু হাসির ঢেউতো লাগে!!!!

ভালবাসাকে চিঠি-১ ভালবাসা, তুমি জান কতটা ভালবাসি তোমাকে! হৃদয় উজার করে। পৃথিবী যখন তোমার পানে আঙুল তোলে আমি রুখে দাঁড়াই। নদীর কষ্টগুলো যখন বুকের ভেতর আছড়ে পড়ে আমি দাঁত কামড়ে সয়ে যাই.... জানো তোমাকে পাবার আশায় আজও আমি বসে আছি মালা হাতে, তুমি আসবে বলে! লোকে বলে আমি পাগল! তোমার কোন অস্তিত্ব নেই! বলো, একি সত্যি! জানো ভালবাসা, আমি কতরাত তোমার জন্য স্বপ্ন সাজাই....কতদিন তুলে রাখি তোমার জন্য...!!! আজো বাতায়ন খুলে উদাস তাকাই তোমার প্রতীক্ষায়.. বলো, তুমি কি আসবে না? ইতি, নীল কষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।