আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসাকে একটু ভালবাসতে শিখুন

খুব অদ্ভুত কিছু কারণে মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক হল শুধু মাত্র বিশ্বাস... হোক তা বন্ধু,হোক সন্তান,হোক বাবা মা, হোক অন্য কোন ভালবাসার বাঁধন... মানুষ যাকে বেশি বিশ্বাস করে তার উপর খুব dependent হয়ে যায়... সব সমস্যার সমাধান হিসেবে খুঁজে পেতে চায় তাকে... সব নালিশ সব অভিযোগের জায়গা থাকে তখন সেই পরম বিশ্বাশের মানুষটা... সেই বিশ্বাসের জায়গা থেকে যখন মানুষ ধাক্কা খায়, মানুষের উঠে দাঁড়াবার শক্তি হারিয়ে যায়... দ্বিতীয় বার পৃথিবীতে হয়তো সে কাউকে বিশ্বাস করতে ভয় পায়... সম্পর্ক হয়তো তৈরি হয় সময়ের চাহিদা অনুযায়ী , কিন্তু সম্পর্ক রক্ষা হয় শুধুই দায়বদ্ধতা থেকে... কারো দায়বদ্ধতা হয়ে থাকা টা কি খুব কষ্টকর বিষয় না?? আমি জানতে পারতেসি যে কেউ এক জন আমাকে ভালবাসে না, তবুও হয়ত আমি তার সাথে আছি , অথবা সে আমার সাথে আছে , তাও শুধুই দায়বদ্ধতার দায়... ভালবাসা খুব সুন্দর জিনিস , পৃথিবীর স্রষ্টা যেখানে ভালবাসাকে ভিত্তি মেনে তৈরি করেছেন পৃথিবীকে সেখানে মানুস খুব নগন্ন জিনিস সেই ভালবাসা নিয়ে খেলার... ভালবাসাকে সম্মান করুন পাঠক... মানুষ খুব আবেগ প্রবন প্রানি... ভুলে জাবেন না,এই আবেগ এর জন্যই হাজার খারাপ ব্যবহার করলেও আপনার মা আপনার জন্য নামাজ এ বসে কাঁদে, এই আবেগের জন্যই সন্তান পথ চেয়ে বসে থাকে কখন বাবা ঘরে আসবে, বাবার কোলে ঘাপটি দিয়ে বশে রাজ্যের সব রূপকথা বানাবে নিজের মনে মনে... সেই আবেগের জন্যই হয়ত কোন স্ত্রী অপেক্ষায় বসে থাকে সন্ধ্যা বেলা তার আরাধনার পাত্র তার স্বামী এসে তার অভিমান ভাঙ্গাবে... অভিমানি চোখের জল মুছে কাছে ডাকবে, তারপর হারিয়ে যাবে তেপান্তরে নানা রঙের স্বপ্ন বুনতে... একজন বাবা একটা সন্তানের প্রথম hero... যদি বাবা হন, তবে সন্তানের সেই আবেগ টুকু একটু বুঝার চেষ্টা করুন... যদি স্বামী হন,তবে স্ত্রীর সেই অভিমানের কারন টুকু বুঝার চেষ্টা করুন... আবার বিশ্বাসের কথায় আসি... বিশ্বাস করুন, সারাদিন বাইরে পরিশ্রমের পর আপনি ক্লান্ত এটা আপনার স্ত্রী আপনার চোখ দেখেই বুঝবে...সে শুধু আপনার ভালবাসা তুকু দেখতে চায়, সে শুধু দেখতে চায় আপনি তার care করছেন যদি কারো সন্তান হয়ে থাকেন বার বার মায়ের সেই কান্না গুলোর অর্থ বুঝার চেষ্টা করুন... আপনি বার বার ধমক দিয়ে দূরে সরিয়ে দেন, এই মা কোনদিন আপনার পিছু ছাড়বে না পাঠক... সে কোনোদিন ক্লান্ত হবে না আপনার মঙ্গল কামনায়... যদি কাউকে ভালবাসে থাকেন, তবে সেই ভালবাসাকে সম্মান করুন... একটা মেয়ে যদি অভিযোগ করে “তুমি আমাকে আর সময় দাও না, আমাকে আর ভালবাস না” ... তার অর্থ বুঝার চেষ্টা করুন... সে শুধু আপনাকেই চায় , আপনার সময় টুকুই চায়, আপনার ভালবাসার অংশ হয়েই বাঁচতে চায়, আপনার হাজার ব্যস্ততার মাঝেও আপনার হাসির একটু কারন, আপনার মনের ছোট্ট একটু চিন্তার কারন হয়ে থাকতে চায় ... যদি মনে হয় আপনার দেয়া কথাগুলো আপনি রাখতে পারবেন না, দয়া করে সেই শপ্ন গুলো কখনো কাউকে দেখাবেন না... কারন স্বপ্ন যার ভাঙ্গে, বিশ্বাস যার ভাঙ্গে, প্রতি মুহুরতে তার আত্মসম্মান , ব্যক্তিত্ত কত বার ভাঙ্গে তা শুধু সে ই জানে... প্রতি মুহুরতে তার ভালবাসা অপমানিত হয়... আপনি যদি ভাবেন যে এটা তার অপমান, তবে আপনি ভুল... এটা আপনার অপমান... কারন কেউ আপনাকে ভরসা করেছিল অনেক বেশি, যেই ভরসা পাবার যোগ্যতা আপনার নেই... অনেক ছোট্ট কোন কারণে একটা সম্পর্ক এখন ভেঙ্গে যায়, যেটা consider করলে হয়ত আপনার ভালবাসার মানুষটা আপনার সাথে থাকতে পারত... আমরা ভুলে যাই, যে মানুষটা আমাদের কে অনেক কষ্ট দিচ্ছে , সেই মানুষটা কি কোনদিন ই আপনাকে ভাল কোন সময় , সুন্দর কোন স্মৃতি দেয় নি?? যে মানুষটা কে আজ আপনি বলেন “আমি তোমাকে আর ভালবাসতে পারছি না” , সেই মানুষটা হয়ত কোনদিন আপনাকে ছাড়া একটা মুহূর্তও চিন্তা করেনি... ভালবাসা খুব সুন্দর পাঠক... শুধু একটা বিষয় হল একে ধরে রাখতে হয়, আর একজনের চাওয়ায় কখন ভালবাসা হয় না... কাউকে মিথ্যা সপ্ন দেখাবেন না... মানুষের স্স্মৃতি কখন হারায় না... আমাদের ভালবাসার মানুষ গুলো যেন কখন আমাদের স্মৃতি হয়ে না থাকে...সব সময় যেন আমাদের পাশে থাকে... এমন কোন কারন যেন কেউ কখন না হয় যে আমার ভালবাসার মানুষটা আর কোনদিন কাউকে বিশ্বাস করতে পারবে না... হোক সে আমার সন্তান, হোক সে আমার স্বামী, হোক সে আমার বাবা, অথবা হোক সে আমার খুব কাছের কোন বন্ধু... ভালবাসাকে ভালবাসতে শিখুন... ভালবাসা যেন শুধু আপনার একাকিত্ত দূর করার জন্য না হয়... ভালবাসা যেন হয় খুব কঠিন মুহূর্তেও আপনার হাত এ আপনার প্রিয় মানুষটির হাত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।