জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **
অনেক অনেক দিন আগে একটি দ্বীপে সব অনুভূতিগূলো একসাথে বসবাস করত। সুখ, দুঃখ, জ্ঞান এবং অন্যান্য সব অনুভূতিগুলো ...... এমনকি ভালবাসাও। একদিন সকল অনুভূতিগূলোকে জানানো হল যে, খুব শিগগিরি দ্বীপটি সাগরের গভীর তলদেশে ডুবে যাবে। তাই সকল অনুভূতিগুলো তাদের নৌকায় করে চলে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু শুধু ভালবাসাই একমাত্র থেকে গেল।
সে অন্তিম মূহূর্ত পর্যন্ত দ্বীপটিকে আগলে রাখতে চাইল। যখন দ্বীপটি প্রায় পুরাপুরি ডুবে যেতে থাকল তখন ভালবাসা সিদ্ধান্ত নিল যে, এখনই সময় চলে যাবার। সে সাহায্য নেওয়ার জন্য যেকোন একজনকে খুঁজতে থাকল। ঠিক সেই মূহুর্তে ধনী রাজকীয় নৌকা নিয়ে পার হচ্ছিল। ভালবাসা শুধাল,”ধনী,আমি কি তোমার নৌকায় করে যেতে পারি?” ধনী জবাব দিল,” আমি দুঃখিত,আমার নৌকা ভর্তি এত রুপা ও সোনা যে সেখানে তোমাকে নেওয়ার মত কোন রুম নাই।
“ তখন ভালবাসা সিদ্ধান্ত নিল যে, চমৎকার পাত্র করে চলে যাওয়া অহংকারকে জিজ্ঞেস করবে।
ভালবাসা চিৎকার দিল, ”অহংকার, দয়া করে আমাকে সাহায্য কর”। “আমি তোমাকে সাহায্য করতে পারব না। “ অহংকার জবাব দিল। “তুমি একদম ভিজে গিয়েছ আর আমার সুন্দর নৌকাকে নষ্ট করে দিবে।
”
তারপর,ভালবাসা দুঃখকে পার হতে দেখল। ভালবাসা শুধাল, ”দুঃখ,দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে যাবে। ” দুঃখ উত্তর দিল, ”ভালবাসা আমি দুঃখিত, কিন্তু আমাকে এখন একা থাকতে হবে। “
ভালবাসা সুখকে দেখতে পেল। ভালবাসা চিৎকার দিল, “সুখ, দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে যাও।
” কিন্তু সুখ এতই আনন্দে আত্মহারা ছিল যে সে ভালবাসা যে ডাকছে তাই সুখ শুনতে পেল না।
ভালবাসা কাঁদতে শুরু করল। তখন যে একটি স্বর শুনতে পেল, ”এস ভালবাসা, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ” ইনি একজন বয়োজ্যেষ্ঠ। ভালবাসা অনুভব করল আশীর্বাদ ও আনন্দে এতটাই আত্মহারা হল যে বয়োজ্যেষ্ঠকে তার নাম জিজ্ঞেস করতে ভুলে গেল।
যখন তারা দ্বীপে পৌছাল তখন বয়োজ্যেষ্ঠ তার নিজের পথে চলে গেল।
ভালবাসা উপলব্ধি করতে পারল সে বয়োজ্যেষ্ঠের উপর কতখানি ঞ্চনী। ভালবাসা তখন জ্ঞানকে খুঁজে পেল এবং জিজ্ঞেস করল, “তিনি কে ছিলেন যে আমাকে সাহায্য করেছে? “উনি সময় ছিলেন”,জ্ঞান উত্তর দিল। “কিন্তু কেন সময় আমাকে সাহায্য করল যখন কেউই আমাকে সাহায্য করছিল না। “ ভালবাসা শুধাল।
একথা শুনে জ্ঞান হেসে ফেলল। গভীর বিচক্ষনতা আর দায়িত্ববোধ থেকে জ্ঞান উত্তর দিল, ”কারন একমাত্র সময়েরই ভালবাসার মহত্বকে উপলব্ধি করার ক্ষমতা আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।