আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমার ভালবাসাকে হারতে দিও না দুষ্টু তারা **

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** তুমি আমার মনে উকি ঝুকি মেরেছ, আমাকে রোজ রোজ দেখে গিয়েছ আমার যেকোন জিনিস তোমার মনে গাথে এসব বুঝে আমরা ছোট্ট খাট্ট আদান প্রদান করেছি। কিন্তু যাহাতক আমি নিজেই তোমাকে নিজের করে নিতে চাইলাম তার আগেই তুমি আমাকে একটুও ভালবাস না বলে ছুড়ে ফেলে দিয়ে চলে গেলে বহুদূর এরপর আমি রোজ কেদেছি তুমি চলে আস আমার জীবনে নাহ তোমার এমনি একজন সুহৃদ থাকতে চাই, তাও শুনো না আমার ভেতরের মেয়েটা জেগে উঠল আমি তোমাকে খুব বেশি ভালবেসে ফেললাম আমি বুঝি আর কিচ্ছু ভাবতে পারি না তুমি রোজ আমাকে দোষ, এই দোষ সেই দোষ আর আমি রোজ তোমাকে উন্নত করি তোমার এই ভাল সেই ভাল তুমি ভাল তোমার বন্ধুরা আমাকেই সাপোর্ট দেয় তাতেও তুমি আমার দোষ বের কর মাঝে মাঝে তুমি আমাকে বিয়ে করবে বলে পন কর, আবার সেই তুমি হ্যা আজ আমি আর কিচ্ছু বলতে চাই না মিষ্টি পাখি, আমি কিচ্ছু ভাবতে চাই না আমি শুধু চাই তুমি অনেক ভাল থাকো যেখানে যে অবস্থায় থেকো আমার লক্ষী জানুকে কলিজাকে লক্ষ্মী রেখো আর তোমার ভাল ভাল কাজ আর ব্যবহার দিয়ে মানুষকে তোমার বন্ধু বান্ধবদের তোমার পরিবারের সবাইকে তুমি সুখে রেখো তুমি আমার ভালবাসাকে হারতে দিও না দুষ্টু তারা আমি তোমার সুখেই সারাজীবন সুখে থাকব  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।