একেকটা জমাট শব্দ চাঁপা পড়া সহস্রাব্দের - - ধ্বংসিত টেরাকোটাদেয়াল কথামালা । মরুভূমি অথবা সমুদ্র চোরাবালি নিরবে ঢুকে পড়েছে- - আমার ভেতরকার অন্দর মহলে। আজন্মই ডুবে যাই অথবা ডেবে যাই আত্মজ চোরাবালি গহীনে। কিছু ধুসরতার অথবা অজানা শব্দের - - বৃথা তর্জমা উদ্ধারে সেই সে আমি। এর পরে যেই ঝড়টা আসবে আমি তার পূর্বপ্রস্তুতি গ্রহনে ব্যস্ত । এবার নির্ঘাত মিশে যেতে হবে, মিশে যেতেই হবে- - আমাদের উয়ারি বটেশ্বরেরও গহীনে। যেখানে আমৃত্যু টেরাকোটাদেয়াল চাঁপিয়ে রাখে - - আজন্মের জমানো দহন । মিথেনহীন হয়তবা, তবুও পোড়ার স্বাদ -খাদহীন এইখানে। অস্পষ্ট রঙহীন অথবা বিবর্ণ থেকে যায়- - সেই সব পুরোনো কথামালা। আহুত পাখির গান-২ ফরিদ উদ্দিন মোহাম্মদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।