আমাদের কথা খুঁজে নিন

   

আহুত বাতাসের মত জাগ্রত শহীদেরা তাই

যে শহীদ তুমি স্থিত, যে শহীদ তুমি সংহত, যে শহীদ তুমি মুক্তির মিছিলে আজও প্রেরণা- এত জল তবু গাঙেয়, এ পাললিক তুমি শ্রয়, হে শহীদ তুমি আপামর আলোয় আলোর দ্যোতনা -- এসো কাঙ্ক্ষিত, এসো অবারিত, এসো আগুন এসো প্রাণ পললে...
ও মাটি’র শুধু মূর্ছনা, যত ত্যাগ তত বন্দনা, ও মাটি তুমি জননী জন্মভূমি এতো আকুলতা- যে আঁচল ধরে ধমনী, যে মাতা শুধু গরবিনী যে সবুজ ধরে এতো অহং এতদূর বারতা -- আমি তার গান কান পেতে শুনি আমি আর আরও প্রতিধ্বনি ডাকে আর বলে- ভাঙো, ভেঙে ফেল জাগো পাল তোল, এসো এই তোমার আঁচলে আঁচলে যত ভোর যত মঙ্গলে, আঁধারের যত শৃঙ্খলে এসো আগুন হয়ে যাই জ্বলে, জ্বলে জ্বলে...
......................................................
উৎসর্গ: শৈশবের প্রথম মহানায়ক শহীদ তাজউদ্দীন আহমেদ। একজন গভীর মানুষ, আপনাকে যত জানি ততবার ইতিহাস দীর্ঘশ্বাস ফেলে!

সোর্স: http://www.sachalayatan.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।