যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে এ হরতালের ডেকেছে দলটি।
সকাল ৬টায় ইসলামী ছাত্রশিবির নগরীর আম্বরখানা থেকে মিছিল বের করে।
এরপর তারা দর্শন দেউড়ী এলাকায় টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ।
এক পর্যায়ের তারা কয়েকটি হাতবোমা ফাটিয়ে ওই এলাকা ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান ।
সকাল সাড়ে ৬টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত কর্মীরা।
মিছিলটি বিমানবন্দর সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হরতাল সমর্থকরা কয়েকটি হাতবোমা ফাটিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান।
হরতালের সকালে সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে রিকশা ও অটোরিকশাসহ হাল্কা যান চলছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েত করা হয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।