ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
ধাবমান বিনয়ী বিষাদ
-আবু মকসুদ
ধাবমান মেঘে মেঘে ছেয়ে গেছে বিকেলের গাল
বিপন্নতার আশঙ্কায় পাখি ঠোকে পাথরের ঠোঁট
জেনেছি, লবণহ্রদে সাঁতার সেরে কতিপয় হাঁস
অভিনয়ে পটুত্ব আনতে আয়নার আড়ালে দাঁড়ায়
জানালায় জলের আলপনা আঁকে এক ঝাঁক মাছ
আমি দুঃখ পেলে নড়ে উঠে কিশোরী আঙ্গুল
দুরত্ব ডিঙিয়ে নিজেকে ভাবি মানুষ সমান
বক্তার ভূমিকায় অবলীলায় শীর্ষে পৌঁছাই
ষাড়ের সাথে লড়ি ,তবু আকাশে উড়তে ভয়
গতিময় জীবন আটকে রাখে আহম্মক হাত
এ পৃষ্টায় লাভের পাল্লা ভারী দেখে মাতোয়ারা
উল্টো পৃষ্টার আঁধার, মাঠে নামে বিনয়ী বিষাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।