আহসান জামান
২.
ফিরে এসে, ফেরা হয় না; জানি।
দূরের দূরত্ব বাড়ে কেবলই
দ্রুত ভরে ওঠে চারিপাশ, শূন্যতা ছিঁড়ে,
গোলাপবনে ভীড় করে ভ্রমর; শঙ্কর।
ভোরের আলো হনন করে রাতের অন্ধকার;
আহত করে তার চোখ, মুখ আর তার নিজস্বতার আকাশ।
জোছনারা মরে যায় স্বেচ্ছায়; দিনমান রোদ্দুর।
ফিরে এসে, ফিরে যেতে হয়; জানি।
আরো অজানা পথে, আরো একেলা হয়ে;
দিগন্তও ছুটে যায় দূরে, আরো দূরে ...
দু'চোখ পেরিয়ে সমুদ্র, নীলাকাশ, তেপান্তরের অন্ধকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।