আমাদের কথা খুঁজে নিন

   

ফেরা অথবা না ফেরা'র কাব্য



ফেরা অথবা না ফেরা'র কাব্য একদিন এই পথে যেতে যেতে একবার ফিরে তাকিয়েছিলো সে- তার ম্লান মুখে মাখা ছিলো বিষাদের ছায়া। অত:পর সেই পথে আমরা হাঁটিনিতো বহুদিন - হুছনার লাশের মত বিবস্ত্র শাদা পথ ধূলিময় পড়ে থাকে তার পায়ের চিহ্ন নিয়ে-- একদিন এই পথে হেঁটে হেঁটে একদল মানুষ 'ওপাড়ে' গিয়েছিল তাদের বিষাদময় মুখে ছিলো স্বপ্ন মাখা - বিমলার শীর্ণ নদীর মত হাত ছুয়েঁছিল পথের ধূলি শেষবার দু'চোখ উৎলে জল ধূলিতে মেশে - অনেকেই সেই পথে ফেরে, বিমলা ফিরেনাতো আর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।