ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
রোদ্দুরে। ধুলোয়, আনন্দে।এ পাশে তালগাছ, ঐ দূর সবুজ হয়ে থাকা পুকুর, এর মাঝে আমি ফিরলাম।
আকাশ ভরা সাদা সাদা মেঘ, সোডা জল বুদবুদ, শীতল শীতল সুমন-সাবিনার গানে আমি ফিরলাম। মধ্যরাত পেরিয়ে হামদ ও নাত শোনা, বেলাতনের লেকের মত এখানে ও পুকুরভরা হাসেরা।
আমের শরবত, আর তার আগেই গ্লাস ভেঙে যাওয়ার অপূর্ব ভঙ্গিমায় নীরবতা ভিরে আসা, মধ্যদুপুরে কাকের শান্ত বাসায় দেখা পাওয়া কচি কচি তাল শাঁসের জন্ম ও হু হাসিয়ো-সিয়েনের সিনেমায় ঘর হয়ে পড়ছে প্রসারিত।
ঘরের কোনায় রাখা লেবুর আচারের বোতোলে জমে আছে আরো কিছু কথা, তাই ফিরলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।