আমাদের কথা খুঁজে নিন

   

ফেরা হয় না

ফেরা হয়না যে পথে গিয়েছি
নীল জোসনার আলো রেখে
-ঘন কুয়াশায়।
ফেরা হয় না রাতের শেষে স্বপ্নগৃহে
সময় অপেক্ষা করে আমার জন্য
মহাকাল বাড়ায় বয়স।
তবুও ফেরা হয় না।
বাবার ঔষধ আনতে হাটে গিয়েছিলাম
হাটের মাঝে সাপ আর বানরের
উল্টন নাচে বিভোর আমি।
সময়ে বাড়তে ফিরে- শুন্যতার উচ্চধ্বনী
বিভোর করে আমাকে।

দংশনে।
ফেরা হয় না সে পথে -
যে পথের কল্যানে আমি পথের শাসক।
ফেরা হয় না প্রিয়তমার আদর মাখা সে ঘরে।
যে ঘরে আমি পেয়েছি
প্রথম উষ্ণ চুম্বনের স্বাদ।
যে ঘরে আমি পান করেছি নারীর অম্ল ক্ষারের রস
ফের হয়না সেসব স্মৃতিমাখা ঘরে।


ফেরা হয় না মায়ের কোলে। বাবার স্নেহের ছায়াতলে
যে মায়ের কাছে আমি জেনেছি
জীবনে বেঁচে থাকার প্রকৃত স্বাদ। অর্থ।
যে বাবার কাছে পেয়েছি
শাসন আর স্নেহের ছায়ামঞ্চ।
ফেরা হয় না সে বাবা - মায়ের কাছে।


ফেরা হয় না আমার
কোন কিছু থেকেই ফেরা হয় না। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।