------ ওরা সবাই বলে-আমি নাকি বোকা আমি হদ্দ বোকা। আমি পার্টিতে আড্ডা দেইনা আমি থাকি বিকেলে খেলার মাঠে অবসরে লাইব্রেরি ওয়ার্কে। পার্কের সরু রাস্তাতে সারা বিকেল ঘুরে বেড়াইনা কিংবা ক্লাবে তাস খেলার আড্ডায় মেতে উঠিনা তাই ওরা আমাকে বোকা বলে। অন্যায় মিছিলে শ্লোগান দেইনা নিকোটিন টেনে ক্যান্সারকে কাছে আনিনা তাই ওরা আমাকে বোকা বলে। মেয়েদের আড্ডায় সারাক্ষণ বসে থেকে ক্লাস মার দেইনা বলে, কিংবা নীল ছবির সিনেমোর হলে যাইনা বলে আমি নাকি হদ্দ বোকা পরিক্ষার খাতায় ভাল লিখি বলে কিংবা সাফল্যের সর্বোচ্চ আসনটুকু আমি পাই বলে ওরা আমাকে ঈর্ষা করে ওরা আমাকে বোকা বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।