আমাদের কথা খুঁজে নিন

   

"অস্ত্রের গর্জন থেমে গিয়েছিলো চল্লিশ বছরেরও আগে, কিন্তু স্বাধীনতার জন্য বাংলাদেশের ক্ষুদ্র, রক্তাক্ত সংগ্রামের ক্ষত আজো দগদগ করছে"

তোমার চোখে আমার শেষ ঠিকানা, তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা "অস্ত্রের গর্জন থেমে গিয়েছিলো চল্লিশ বছরেরও আগে, কিন্তু স্বাধীনতার জন্য বাংলাদেশের ক্ষুদ্র, রক্তাক্ত সংগ্রামের ক্ষত আজো দগদগ করছে" যুক্তরাজ্যের পত্রিকা The Independent আজ আমাদের আন্দোলন নিয়ে এটা লিখেছে। আন্তর্জাতিক মিডিয়াতে নাকি বাংলাদেশের আন্দোলন ঠিকমতো আসছেনা। আজ আল-জাজিরা টেলিভিশন আমাদের আন্দোলন কভার করেছে, ইন্ডিপেন্ডেন্ট আমাদের আন্দোলনকে জাতির মুক্তিযুদ্ধ বলেছে। বিবিসি'র খবরে আন্দোলনের প্রতি সরাসরি সমর্থন লক্ষ্য করা যাচ্ছে, সিএনএন আমাদের আন্দোলনের রিপোর্ট করেছে। পৃথিবীবাসী আবার নতুন করে আমার দেশকে চিনছে।

তারা জানছে, বাংলাদেশের মানুষ আন্দোলন করতে পিছপা হয়না। তারা দেখছে, আমরা সরকারের ভয়ে চুপ করে থাকিনা, ধর্মের আড়ালে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের আমরা প্রশ্রয় দেইনা। তারা অনুভব করছে, এই জাতি ন্যায় আদায়ের রাস্তা থেকে এক চুল নড়বেনা। যারা রাস্তায় আছেন, তাদের সবাইকে বলি - চূড়ান্ত বিজয় অর্জন ব্যতীত রাস্তা ছাড়ার বিলাসিতা করার সুযোগ আমাদের নেই। আমাদের আন্দোলন আন্তর্জাতিক মিডিয়ার নজরে চলে এসেছে, পৃথিবীর অনেক প্রান্ত থেকে অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে।

মাতৃভূমির সম্মান আমাদের হাতে, ভুলে গেলে চলবেনা। দেশমাতৃকার প্রতি ভালোবাসা আর মায়ের রক্তের প্রতিশোধ নিতে হলে আন্দোলনে ভাটা পড়তে দেয়া চলবেনা। মাত্র আঠারোদিন গেছে আন্দোলনের, এর মধ্যেই বিজয়ের সূর্য দেখা দিতে আরম্ভ করেছে। পূর্ণাঙ্গ বিজয় আসতে আরো কিছুটা সময় লাগবে, তার আগে ভেঙ্গে পড়া চলবেনা। বিজয় আসবেই, এই বিশ্বাসে রাস্তা আঁকড়ে ধরে থাকতে হবে।

যদি কিছুটা সন্দেহ থেকেও থাকে, তাহলে একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বলুন, জ......য় বাংলা !!!! -মাসুম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.