সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়।
তোমার কাছে আমি কী চাই
কী চাই তোর কাছে, কেমনে চাই
কেনই বা চাই, আমি কি চাইতে জানি?
জটিল কঠিন ইচ্ছেতেই
চাইতেই থাকি, কেবলই চাওয়া
তোদের মন, শরীরটা একদমই মুখ্য নয়!
হাত ধরলে ধরেই ফেলি
মন দাও না, তবে কি নেই
শরীর, পুরো শরীর, আমি তুমিটাই চাই।
মনের দরোজা নেই
জানালা নেই, উঠোন তো নেই-ই
অদৃশ্য, এই অপদার্থটাকে আমি চাই না।
শরীরটা দিয়েই সবকিছু
সবসময়, শরীরটাই তো সর্বস্ব
তোমার মন, কোনদিন শরীর হতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।