আমাদের কথা খুঁজে নিন

   

কম্পু সমস্যা হইছে... টেকি হেল্প দরকার...

when u got no way to get rid of your problems... then u better love them... frustration would leave u...

ভাই আমার কম্পিউটার এর c drive পুরাটাই acronis true image দিয়া একটা ইমেজ কইরা রাখছিলাম যাতে সিস্টেম গেঞ্জাম করলে রিস্টোর করতে পারি। বহুদিন কোন গেঞ্জাম করেনাই। গত পরশু উইন্ডোজ একটু আপডেটাইছিলাম। এর মধ্যে একটা আপডেট কম্পিলিট হওয়ার আগেই কারেন্ট গেছিলগা। তো এর পর থিকাই শুরু হইল ঝামেলা।

কিছুই করবার পারি না। শেষবেলায় বাধ্য হইয়া স্টার্ট আপ থিকাই ইমেজ ফুল রিস্টোর করছি। বাস কাম হইয়া গ্যাছে! কিন্তু ঝামেলা বাধছে অন্য খানে। রিস্টোর হওয়ার পরে খেয়াল করলাম আগের যেই ফাইল গুলা ছিল ওইগুলাও রিনেইম হইয়া রইয়া গ্যাছে। আমিতো এইটা চাই নাই।

আমি চাইছিলাম যেই অবস্থায় ইমেজ নিছিলাম ওই অবস্থাটা রিস্টোর হইবে। কিন্তু ঘটনা তা না হইয়া হইছে আরেকটা। এখন কি করা যায় একটু কি বলবেন দয়া কইরা? যাই করি আমি নতুন কইরা অপারেটিং সিস্টেম সেট আপ করতে চাইনা। ইমেজ যেইটা রিস্টোর করছি ওইটা কি আনডু করা সম্ভব? তাইলেও হয়ত কাজ হইতে পারে। ভাই একটু উপদেশ দ্যান দয়া কইরা যে কি করতে পারি... (আমার টেকনিক্যাল স্কিল মাঝারি ধরণের)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.