আমাদের কথা খুঁজে নিন

   

একটি কম্পু ডিকশনারী। (English- many)

সৃষ্টি সুখের উল্লাসে।

কম্পিউটারের স্ক্রীনে একটা গুরুত্বপূর্ণ বা মজাদার কোন কিছু পড়ছেন। হঠাৎ একটা শব্দে এসে আটকে গেলেন। শব্দটার অর্থ আপনার জানা নেই। বাঙালী হিসেবে ইংরেজি সব শব্দের অর্থ নাজানাটাই স্বাভাবিক।

আবার লেখাটার মর্ম উদ্ধারের জন্য শব্দটার অর্থটাও জানা দরকার। তো আপনাকে কি করতে হবে। টেবিল বা সেলফ থেকে মোটা একটা ডিকশনারী এনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে তারপর শব্দটার অর্থ বের করতে হবে। কিন্তু কাজটি যদি আপনি মাউসের এক ক্লিকেই করতে পারে তাহলে আপনার সময় ও কাজের গতি কত বেড়ে যেত একটু চিন্তা করে দেখেছেন কি? হাঁ Lingoes নামের সফটওয়্যারটা আপনাকে এই কাজে খুব ভাল ভাবেই সাহায্য করতে পারে। সফটওয়্যারটা খুব বেশি বড় না।

মাত্র ৪.৫৪ মে.গা.। আর শব্দের অর্থ জানার জন্য কোন কষ্টই আপনাকে করতে হবে না। শুধু আপনার অজানা শব্দটির উপর মাউসের কার্সর নিয়ে keyboard থেকে Ctrl+Right mouse button এক সাথে চাপুন। মুহুর্তেই চলে আসবে আপনার কাংক্ষিত শব্দটির অর্থ সহ এর উৎপত্তি ও সেই শব্দটা সম্পর্কিত সব। তবে এ সুযোগ পেতে সফটওয়্যারটির ওয়ের সাইটে দেয়া লংম্যান, ম্যাকমিলান বা ক্যামব্রিজ ডিকশনারীগুলো যোগকরে নিতে হবে।

আপনি শব্দের অর্থ জানা ছাড়াও প্রায় ৪১ ভাষায় পুরো টেক্সট ট্রান্সলেশনের সুবিধাও রয়েছে। এক কথায় সফটওয়্যারটি অনন্য। তবে সবচেয়ে বড় সমস্যা হল সফটওয়্যারটা শুধু উইন্ডোজ ও.এস এর জন্য। যাই হোক সফটওয়্যারটা দিয়ে যদি কারো উপকার হয় তবে আমার এই পোষ্ট সার্থক। ডাউনলোড করুন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.