জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
ঘটনার শুরু কাল রাত থেকে। কম্পিউটার বন্ধ করে ঘুমাতে যাব। যথারীতি সাট ডাউন করে উঠে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কম্পিউটার চালু হয়ে আছে। আবারও সাট ডাউন দিলাম।
দেখি সাট ডাউন না হয়ে রি স্টার্ট হয়ে যায়।
আমি ক্যাসপারস্কি অরিজিনাল এন্টি ভাইরাস ব্যবহার করি। কাল রাতে সেই এন্টি ভাইরাস আপডেট করে পুরো কম্পিউটার স্ক্যান করে ঘুমাতে গেলাম। ভাবলাম বেঁচে গেছি।
কিন্তু কিছুক্ষণ আগে কম্পিউটার বন্ধ করে দেখি আগের অবস্থা।
বন্ধ হয় না, রি স্টার্ট হয়।
কম্পু ভাইরাস জগতের কেলেংকারির পর সামুর সবাইই ভয়ে আছে বলে আমার ধারণা। আমিও আছি। হায়, হায়, না জানি কি হল আমার কম্পিউটারের !!!
টেকি ভাইরা, সমাধান দেন। কেমনে বন্ধ করি আমার আদরের কম্পুখানা ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।