আমাদের কথা খুঁজে নিন

   

কম্পু নিয়া বিপদে পইড়া হেল্প চাইতেছি।



আমার অফিসের এক পিসিতে কেমনে কেমনে জানি উইন্ডোজ এক্সপির এ্যাডমিন পাসওয়ার্ড চেইঞ্জ হয়ে গেছে। কে কর্লো, কেম্নে কর্লো জানিনা বাট হয়ে গেছে আরকি। এখন পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারতেছিনা। পুরা ফরম্যাট দেয়াও সম্ভবনা। বিকল্প আছে জানি যে বুটেবল এক্সপি দিয়ে আরেকটা উইন্ডোজ সেটাপ দিয়ে (ডুয়াল বুটিং) বা বুটেবল লিনাক্স মিন্ট দিয়ে ঢুকে হয়তো হার্ড ড্রাইভ মাউন্ট করে ডেটা সরিয়ে রাখা যাবে। কিন্তু আমার এই উইন্ডোজে অফিসিয়াল অপারেটিং সফটটা ইন্সটলড্ আছে যেটা হারালে আবার হাঙ্গামা । তাই আমি জানতে চাইছিলাম অন্য কোন ভাবে এই পাসকোড ভেঙ্গে বা ইগনোর করে ডেস্কটপে ঢোকা যায় কি না। এই মূহুর্তে ব্লগে অনলাইনে আছেন ২৪২ জন ব্লগার ও ২৫০ জন ভিজিটর (৩০ জন মোবাইল থেকে) এ্যাত্তোগুলান ভাই বেরাদার আপু মনিদের কাছে সাহায্যের হাত বাড়াইতেছি। প্লীজ হেল্প করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.