আমাদের কথা খুঁজে নিন

   

কম্পু বিশেষজ্ঞের সাহায্য চাই।

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

গত কয়েকদিন ধরে বেশ সমস্যায় পড়েছি মরার কম্পিউটার নিয়ে। যা কিছু সেইভ করতে চাই খালি উইন্ডোতে মেসেজ দেখায় আপনার সি ড্রাইভ ফুল হয়ে গেছে। অথচ সি ড্রাইভে ২০ গিগার মধ্যে ১১.৫ গিগাবাইটই খালি। প্রপারটিজে গিয়া চেক করলেও সি ড্রাইভ ফুল দেখায়। কারনটা কি বুঝতে পারছিনা।

কাজ করতে খুবই প্রবলেম হচ্ছে। মেশিনও স্লো হয়ে গেছে। সি ড্রাইভ ডিফ্রাগমেন্টও হচ্ছেনা। সেটআপ দেয়া ছাড়া সি ড্রাইভ থেকে এই বেআক্কেল ভাইরাসটিকে তাড়ানোর কোন উপায় আছে কি? যে পরিমান কাজ আছে তাতে করে সেটআপ দিতে গেলে আমার একটা দিন মাটি হয়ে যাবে। মাটি খেয়ে নিশ্চয়ই বাঁচতে পারবোনা।

মাটি খাওয়া ছাড়া বেঁচে থাকার একটা পরামর্শ দেন না ভাই। উল্লেখ্য, আমি কেসপারস্কাই লাইসেন্স ভার্সন ইউজ করছি। ১ বৎসর মেয়াদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.