আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

নিজের ভর্তির সময় ব্যাপারটিকে অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষার একটি বিশেষ দিক চোখে পড়ে সেখানে চাকুরি করার সময়, ড. আলী মুর্ত্তাজা স্যার যখন ভিসি ছিলেন সে সময়। বুয়েটে প্রতিবছর ৩০০০, ৩৫০০ তারপর ৪৫০০ পর্যন্ত ভর্তিচ্ছুকে ভর্তিপরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু আবেদন করতো তার চেয়ে বেশি।

কিন্তু আবেদনকারীদের একটি বড় অংশ ভর্তি পরীক্ষাতে অংশ নেওয়ার সুযোগই পেতো না। আলী মুর্ত্তাজা স্যারের আমলে প্রথম সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবার আবার শুনলাম প্রথম ৬০০০ কে নাকি পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াকে সহজ করার জন্য কয়েকবছর ধরে আমি কিছু লেখালেখি আর এডভোকেসি করি। জাফর ইকবাল স্যারের সঙ্গে এ নিয়ে বিস্তর আলাপ হয়েছে।

দুটো টার্গেট ধরে আমাদের চিন্তা ছিল। একটি ফরমের ব্যাপারে কিছু করা। গেল বছর শাবিপ্রবি সেটা প্রমাণ করাতে এবছর অন্তত একটা কষ্ট কমেছে। যদিও কোন কোন প্রস্তর যুগের ভার্সিটি এবারও শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে ফেলেছে। আর একটি ছিল ভর্তি পরীক্ষাকে সমন্বিত করা।

সেটা পারা গেল না। এ নিয়ে নিজের দু:খের কথা লিখেছি যা গতকাল প্রথম আলোতে ছাপা হয়েছে । কাল অনেকের সঙ্গে কথা হয়েছে। আশাকরি ২০১১ সাল থেকে আমাদের দেশের প্রাজ্ঞজনেরা আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছুটা কষ্ট কমাবেন। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.