আমাদের কথা খুঁজে নিন

   

এবার Emotionally ব্ল্যাকমেইল করল ছাত্রলীগের সোনার ছেলেরা

লেখার কিছুই আর বাকি নেই....

বাংলাদেশ ছাত্রলীগ (BCL)-এর সোনার ছেলেরা(!!) এবার Emotionally ব্ল্যাকমেইল করল দেশের স্বনামধন্য এক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। মধ্যরাতে innocent ছাত্রকে তাদের হলরুমে ডেকে এনে কোনো কারন ছাড়াই উপর্জুপরি হুমকি-ধামকি এবং তাদের স্বভাবগত নির্যাতন চালিয়ে তারা আবারও প্রমাণ করল, বাংলাদেশের সোনার ছেলেরা তাদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে (এত বছরের ঐতিহ্য…সহজে কি ছাড়া যায়…!!)। শুধু এতেই তারা ক্ষ্যান্ত বা সন্তুষ্ট নয়, ঘটনা স্থলেই ছাত্রটির তাৎক্ষনিক অবস্থা পরিবারকে জানানোর মাধ্যমে Emotionally ব্ল্যাকমেইল পর্যন্ত করতে দ্বিধা বোধ করে না তারা। Shame…….. Shame…….. BCL (বাংলাদেশ কোপা লীগ) আরও দেখুন নিচে [বিঃদ্রঃ এই শীতল আবহাওয়ায় অনিবার্য কারনবশত শিক্ষা প্রতিষ্ঠানের নাম উহ্য আই মিন hidden রাখা হলো ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.