আমাদের কথা খুঁজে নিন

   

চেলসি ও আর্সেনালের জয়, হারলো লিভারপুল

শনিবার রাতে গত প্রিমিয়ার লিগের রানারআপ ম্যানচেস্টার সিটি বলের দখল রাখলেও খেলার বিপরীতে প্রথম গোল পেয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৮ মিনিটে থিও ওয়ালকট অনেকটা দৌড়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।
ইংল্যান্ড জাতীয় দলের এই খেলোয়াড় অবদান রাখেন দ্বিতীয়ার্ধে দলের অন্য দু'টি গোলেও। গোল দুটি করেন অ্যারন রামজি ও অলিভার গিরাউড।
সিটির পক্ষে সন্তনাসূচক গোলটি করেন আলভারো নেগ্রেদো।


আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর ম্যানুয়েল পেল্লেগ্রিনি প্রায় পূর্ণ শক্তির দল নামান এ ম্যাচে। আগের ম্যাচে গালাতাসারাইয়ের কাছে হারা আর্সেনাল দলে নিয়মিতরাই ছিলেন।
নতুন মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে সেল্টিকের কাছে একমাত্র গোলে হারে লিভারপুল। ফলে প্রস্তুতি ম্যাচগুলোতে অপরাজিত থাকার রেকর্ডটি আর বাড়াতে পারলো না দলটি। আগের ছয়টি ম্যাচেই জিতেছিল ব্র্যান্ডন রর্জাসের দল।


প্রথমারর্ধেই স্কটিশ চ্যম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন আমিদো ব্লেড।
শনিবার রাতে আরএফকে স্টেডিয়ামে ইতালির দল রোমার বিপক্ষে পিছিয়ে পড়েও দুই গোল করে জেতে জোসে মরিনিয়োর দল চেলসি।
দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ফ্র্যাংক ল্যাম্পার্ড ও রোমেলু লুকাকু। এরিক লামেলার গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল রোমের দলটি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।