আমাদের কথা খুঁজে নিন

   

মুখোমুখি ম্যান ইউ-চেলসি

ম্যান ইউ কোচ হিসেবে এটাই ওল্ড ট্র্যাফোর্ডে ডেভিড ময়েসের প্রথম লিগ ম্যাচ। এ মৌসুমে দুই দলেই নতুন কোচ। ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে যোগ দিয়েছেন ময়েস। আর চেলসিতে ফিরে এসেছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ জোসে মরিনিয়ো। ইপিএলের সবচেয়ে সফল দল ম্যান ইউর তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে ঘিরে মৌসুম শুরুর আগে থেকেই এই দুই কোচের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই।

রুনিকে কিনতে মরিনিয়ো যতই উঠে পড়ে লাগুক না কেন, ময়েস বারবারই বলে আসছেন - রুনি বিক্রির জন্য নয়। তবে লিগের শুরুতেই চেলসির মতো বড় দলের বিপক্ষে লড়াইয়ের সুযোগ পেয়ে ময়েস রোমাঞ্চিত। তিনি বলেন, “(ম্যান ইউর কোচ হিসেবে প্রথমবারের মতো) ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির মুখোমুখি হওয়া আমার জন্য দারুণ রোমাঞ্চকর ঘটনা। ” রুনিকে ‍শুরু থেকে খেলানোর ইঙ্গিত দিয়ে ময়েস বলেন “ওয়েইনের (রুনি) খেলার ভালো সম্ভাবনা আছে। এমনকি শুরু থেকে খেলারও সম্ভাবনা আছে তার।

” স্বাগতিকরা অবশ্য কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তায়। হাভিয়ের হার্নান্দেজ, অ্যাশলে ইয়াং ও ন্যানিকে ছাড়া দল গড়তে হবে ময়েসকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।