ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের গুরুত্বপূর্ণ খেলায় নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড কে ১-০ গোল এ হারালো চেলসি। তবে পুরো খেলায় ইউনাইটেড এর ই প্রাধান্য ছিল। ৭৬ মিনিটে বিতর্কিত ফ্রি কিক থেকে ততোধিক বিতর্কিত ভাবে গোল করেন জন টেরি। গোল এর সময় চেলসির ষাড় স্ট্রাইকার দ্রগবা পরিস্কার অফসাইডে ছিল। ইউনাইটেড এর ওয়েইন রুনি পুরো ম্যাচ এ চেলসি রক্ষনভাগে ত্রাস ছড়ান কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে গোল পাননি।
যারা ইউনাইটেড জিতলেই রেফারির পক্ষপাতিত্ত্ব, ইউনাইটেড এর ভাগ্য, খারাপ খেললেও ইউনাইটেড জ়েতে .। .। .। . এইসব আজগুবি যুক্তি হাজির করেন তাদের আজকে খুজে পাওয়া যাবে না নিশ্চিত। ওইসব তথাকথিত সুশীল ফুটবল বোদ্ধা, সুন্দর ফুটবল এর পূজারী দের এরকম দ্বিমূখী আচরন দেখসে হাসি পায়।
তবে আজকে ওয়েস ব্রাউন আর জনি ইভান্স মিলে যেভাবে ভিদিচ ফার্ডিনান্ড এর অভাব সামলেছে এটা খুব ভালো লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।