সদা সত্য বলার সৎ সাহস নাই, তাইতো সময়ের গান অসময়ে গাই কেউ অনুরোধ না করায় লজ্জা শরমের মাথা খাইয়া রি পোষ্ট-
এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন, ঢাকার রাস্তায় চলাচলের সময় হেল্পার-ড্রাইভার যে কোড লেঙ্গুয়েজ ব্যবহার করে তা ডিকোড করার সলেমানি জাদু।
সিংগেল-(ট্রাফিক সিগন্যাল)
পেলাস্টিক- (ট্যাক্সি ক্যাব/ প্রাইভেট কার)
ওস্তাদ- (ড্রাইভার)
ল্যাল গাড়ির সিংগেল- (রেল ক্রসিং)
বায়েখাড়া -(বাম সাইডে কোন গাড়ি থেমে আছে)
বায়ে ডাবল-ডাবল- (বাম সাইডে পাশাপাশি দুটি গাড়ি)
ওবিল -(ওয়েবিল)
মামু -(ট্রাফিক পুলিস)
ছারজেন -(ট্রাফিক সার্জেন্ট)
কালা মামু- (উনারা, যাদের সঙ্গে থাকা আসামিরা পুর্ব থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসির গুলিতে মারা যায়)
৫৩-২৮/২২-৭২/ যে কোন চারটি সংখ্যা –(একই কম্পানির অন্য গাড়ির নাম্বার প্লেটে লেখা শেষ চারটি সংখ্যা, এই পদ্ধতিতে সামনে পেছনের গাড়ি সনাক্ত করা হয়। )
ভিআইপি -(মালিক পক্ষের লোক)
কথার অর্থ
সিট খালি- কোন সিট খালি নাই।
ডাইরেক্ট- জায়গায় জায়গায় থামবে।
২ মিনিট পর ছাড়বে – কমসে কম ১৫ মিনিট(Approx) পর ছাড়বে।
দুই চাইরটা সিট খালি – ১০-১৫ টা (Approx) সিট খালি।
ভাংতি নাই পরে নেন- ভাংতি ফেরত না দেবার মতলব।
কারও কালেকসনে আরও থাকলে আওয়াজ দিয়েন
কালেকসন সমুহ:
নিউট্রন বলেছেন: ছয় ইঞ্চি= সিএন জি
রেনেসা বলেছেন:
ওস্তাদ টাকা দৌড়ায় : যাত্রী দৌড়াচ্ছে গাড়ি ধরার জন্য।
গাড়ীতে উঠলেই টাকা পাবে। তাই টাকা দৌড়ায়।
নিউট্রন বলেছেন: বাসের দেয়ালে একটা বাড়ি = বাস থামবে
" " একাধিক " = বাস চলবে
হাসান কালবৈশাখী বলেছেন: ডিস্টিক = বড় ট্রাক
Inter district Truck এই বাক্য থেকে উদ্ভব বলে মনে হয়।
আরিফ আমীন বলেছেন: ওস্তাদ জাম ব্রেক= লেডীস নামবে
রিডার ওয়ান বলেছেন:
মন্ত্রীর গাড়ী = পুলিশ বা আর্মি বা সরকারী কোন প্রটোকলের গাড়ী!
ইসটুডেন্ট আছে = কেউ একজন ভাড়া দিতে চাচ্ছে না!
টান দেন = রাস্তা ফাকা জোরে চালান/ সামনের গাড়ী ওভারটেক করেন
চালু = তাড়াওড়ি ওঠেন/নামেন
হাল্কা = অল্প ব্রেক হবে। কেউ একজন চলন্ত বাস থেকে নামবে
বারি দেন = সামনের বাসটারে হর্ন দিয়া কাজ হবে না একটা হালকা গুতা দেন
ওই ওই.. (প্রকাশের অযোগ্য! ) = বাসের তুলনায় রিক্সা ছোট যান, তাদের প্রতি এই অত্যচার!
শোভন বলেছেন: বায়ে পিলাস্টিক=বামে প্রাইভেট!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।