সদা সত্য বলার সৎ সাহস নাই, তাইতো সময়ের গান অসময়ে গাই
এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন, ঢাকার রাস্তায় চলাচলের সময় হেল্পার-ড্রাইভার যে কোড লেঙ্গুয়েজ ব্যবহার করে তা ডিকোড করার সলেমানি জাদু।
সিংগেল-(ট্রাফিক সিগন্যাল)
পেলাস্টিক- (ট্যাক্সি ক্যাব/ প্রাইভেট কার)
ওস্তাদ- (ড্রাইভার)
ল্যাল গাড়ির সিংগেল- (রেল ক্রসিং)
বায়েখাড়া -(বাম সাইডে কোন গাড়ি থেমে আছে)
বায়ে ডাবল-ডাবল- (বাম সাইডে পাশাপাশি দুটি গাড়ি)
ওবিল -(ওয়েবিল)
মামু -(ট্রাফিক পুলিস)
ছারজেন -(ট্রাফিক সার্জেন্ট)
কালা মামু- (উনারা, যাদের সঙ্গে থাকা আসামিরা পুর্ব থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসির গুলিতে মারা যায়)
৫৩২৮/২২৭২/ যে কোন চারটি সংখ্যা –(একই কম্পানির অন্য গাড়ির নাম্বার প্লেটে লেখা শেষ চারটি সংখ্যা, এই পদ্ধতিতে সামনে পেছনের গাড়ি সনাক্ত করা হয়। )
ভিআইপি -(মালিক পক্ষের লোক)
কথার অর্থ
সিট খালি- কোন সিট খালি নাই।
ডাইরেক্ট- জায়গায় জায়গায় থামবে।
২ মিনিট পর ছাড়বে – কমসে কম ১৫ মিনিট(Approx) পর ছাড়বে।
দুই চাইরটা সিট খালি – ১০-১৫ টা (Approx) সিট খালি।
ভাংতি নাই পরে নেন- ভাংতি ফেরত না দেবার মতলব।
কারও কালেকসনে আরও থাকলে আওয়াজ দিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।