সামু-তে অনেক দিন ধরেই ঢু মারি। তবে পোস্ট পড়েই পালিয়ে যাই। টেকি পাবলিক তাই মন্তব্য করে দড়ি টানাটানির যাতাকলে পড়তে ভয় পাই। অনেকেই টেকি হেল্প এর জন্য পোস্ট দেন। সেদিন একজনের টেকি হেল্প এর দরকারে পোস্ট দিলে ভাবলাম সাইন আপ করেই ফেলি।
তা প্রায় ১ সপ্তাহ হতে চলল সাইন আপ করেছি। কিন্তু কমেন্ট তো করতে পারি না! কমেন্ট এর জায়গায় "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নি..."।
। এই কবিতাটি দেখতে পাই। কমেন্ট এর দূর্লভ সুযোগ লাভে করনিয় সম্পর্কে জানানোর অনুরোধ করছি।
বি.দ্র. : আমার সাইন আপ সম্পুর্ন আপনাদের সেবার উপলক্ষে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।