আমাদের কথা খুঁজে নিন

   

বাজি - ১

দূর থেকে খুব মজার মানুষ আমায় যাবে দেখা, কাছে যতই আসবে পাবে আমায় ততই একা !

রাত ১টা। অনেকটাই নিঝুম হয়ে গেছে শহরটা। কুচকুচে অন্ধকার এই সময়ে আগুন জ্বলে উঠলো। লাইটারের আগুন। আগুন দিয়ে গুদাম ধরিয়ে টান দিল আসিফ।

আসিফের কাঁধে আলতো করে হাত রাখল স্বর্ণা। আসিফ সে দিকে তাকালো না। একমনে টানতে লাগলো। যখন স্বর্ণা পাশে থাকে, তখন আসিফের গুদাম টানতে মজা লাগে। কারণ গুদাম ঠোঁটকে মিষ্টি করে দেয়।

মিষ্টি ঠোঁট নিয়ে চুমু খাওয়ার মজাই আলাদা। স্বর্ণাও তা জানে। তাই তো সিগারেট খেতে দেখে মুখে বিরক্তি দেখালেউ মনে উৎফুল্লতা। ওরা দুইজন বসে আছে গাড়ীতে। Lexus SC430।

দারুণ একটা গাড়ী। মাসখানেক হল কিনেছে। এখন ওরা বিশ্বরোডে। অপেক্ষা করছে রিয়াদের জন্য। রিয়াদের সাথে আবারো Car Race খেলবে আসিফ।

পাক্কা ১ লাখ টাকার বাজি। আসিফকে এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। "অ্যাই, আর কতক্ষণ ! শেষ হয়েছে তোমার ?" আহ্লাদী গলায় বলে উঠলো স্বর্ণা। আসিফ ঘুরে তাকালো। একটা স্বচ্ছ কামিজ পড়েছে স্বর্ণা।

কপালের মাঝে ছোট্ট নীল টিপ। বেশ সুন্দর লাগছে। চুমুটা কি আসিফ এখনি খাবে? এমন সময় ধুম ধুম শব্দ। রিয়াদ এসে পরেছে ওর Mercedes-Benz এ চড়ে। রিয়াদ ফুর্তিবাজ ছেলে।

এসেই বলল, "ওই আসিফ, আইসা পড়লাম। আমার গাড়ির ভাবসাবই এবার আলাদা। এইবার আমিই জিতব। " রিয়াদের পাশে সানজিদা। সে রিয়াদকে জড়িয়ে ধরে মিটিমিটি হাসছে।

আসিফ মুখের সিগারেট ফেলে দিয়ে নতুন সিগারেট ধরাতে ধরাতে বলল, "জয় গাড়ীর উপর না, গাড়ীর চালকের উপর নির্ভর করে। " রিয়াদ ডানে বামে মাথা কাত করে বলল, "ভাবের কথা রাখ। কথা না, কাজেই পরিচয়। Let's Start." দুটি গাড়ী পাশাপাশি। এখনি শুরু হবে রেস।

দুটি গাড়ীই নিউট্রাল অবস্থায় ভুম ভুম আওয়াজ করছে। Ready, 1, 2, 3... গাড়ী দুটি হাওয়ার গতিতে ছুটতে লাগল। ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।