চোখের সামনে কারও দুই পা ছাড়া সাধারণভাবে দেখলেও শরীরে কাঁটা দেয়...আর যদি সদ্য ট্রেনের নিচে কাঁটা পড়ে দুই পা হারিয়ে কারও লোমহর্ষক চিত্কার শুনলে দুর্বল হার্টের লোকেরা একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার কথা..... শবে বরাতের রাতে আগে এলাকার মুরুব্বিরা রাস্তায় হাঁটত...কিন্তু এখন দেখা যায় একেবারে ১০ বছর থেকে সব বয়সি ছেলেরা ঘুরতে যায়....নামাজের নাম করে বের হয়ে রাত ঘুরাঘুরি আর আড্ডা দেওয়া...এখন দেখা যায় ভ্যান গাড়ি রিক্সা নিয়ে সারা শহর ঘুরতে..... কিন্তু অতি বেশি বন্ধু হলে শয়তান ঘুরে...ফলাফল বাজি লেগে ওভার ব্রীজ থেকে চলন্ত ট্রেনে লাফ....কিন্তু ট্রেনের ফাঁক দিয়ে পড়ে দুই পা হাটুর উপর থেকে কাঁটা পড়ছে....কি ভয়ানক দৃশ্য...উপস্থিত সবাই তার চিত্কারে স্তম্ভিত হয়ে যায়.... অনেকে সহ্য করতে না পেরে তাড়াতাড়ি চলে যায়.... কি পাইলি হুদাই বাজি ধরতে যাস...এখন জীবন যে তোকে ভয়ানক শাস্তি দিব.... উল্লেখ্য ছেলেটির বয়স মাত্র ১৪...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।