আমাদের কথা খুঁজে নিন

   

বাজি

যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব

এবার একটা অন্য রকম আসর হবে বাজির নিয়ম আগের মতই ঘর থাকবে গুটি থাকবে বাজিকরের জুটি থাকবে শুধুমাত্র টাকার স্থলে অন্য কিছু এবার আমরা বাজি ধরব কবির কষ্ট ডানের ঘরে মধ্যবয়স বামের ঘরে শিশুর ছড়া বাজি হবে ইস্কুল ঘর, ছুটির আগে নামতা পড়া শীতের সকাল মিঠাই মোয়া চিতই পিঠার গরম ধোয়া আমের আচার পাটালি গুড় পুকুর পাড়ের মস্ত পাকুড় জলকেলি আর ডিগবাজি লাফ জ্যান্ত মারা লাল ঢোড়া সাপ মাঘের দিনের দুষ্টু শালিক বাগান বাড়ির বুড়ো মালিক সেই মালিকের কুকুর পাজি ওটাও বাজি পুবের বিলের নতুন ফাঁদে আটকে যে বক ভীষণ কাঁদে সেই পাখিটার কান্না বাজি মায়ের হাতের রান্না বাজি ঈদের নতুন জামা জুতো অঘ্রাণের এক ঘুড়ির সুতো ঘুম পাড়ানি মাসি পিসি মুখ হারানো তেলের শিসি বউচি খেলার উঠোন বাজি ছড়ার বইয়ের ছোটন বাজি মনু মাঝির কিস্তি বাজি সলুর বউয়ের খিস্তি বাজি আর বাজি চাও ছক্কা মারো জিততে থাকো দিচ্ছি আরো এই রেখেছি মায়ের আঁচল ছায়ার টুকরো বাজির ঘরে ঢালো তোমার সাত পুরুষের রাজার ভাঁড়ার উজাড় করে বাবার বুকের গন্ধ বাজি ছড়ার হরফ ছন্দ বাজি সারা জীবন হারবো তবু এক শিশুকাল পুরোবেনা নটে গাছটি মুড়োবেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।