আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কৌতুক(বাবুদের জন্য নই, ১৮+) ,কেমন লাগল জান।।

কেউ কোন দিন আমারেতো সেফ করলো না

ক্লাসে টিচার পড়ানো শেষে... টিচার : ছেলেরা, বুঝতে পারলে তো, মশা কেমন করে আমাদের মাঝে রোগ ছড়ায়? ছাত্ররা : জি স্যার! টিচার : কাজেই মশাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে... এক ছাত্র : হি-হি-হি... টিচার : এই ছেলে, তুমি হাসলে কেন? ঐ ছাত্র : স্যার, এতো ছোট ছোট কনডম বানাবেন কেমন করে? জামাই বউ এসেছে ডাক্তার কাছে। ডাক্তার বলল, কি হইছে? বউ জামাইকে দেখিয়ে রাগী রাগী মুখে কয়, সে ত ৩০০% অক্ষম হয়ে পড়ছে। -৩০০%? বুঝলাম না... -১০০% অক্ষম কিভাবে সেটা ত আইডিয়া করতেই পারছেন তাই না? এরপর শুনেন। সে তার জিহবা পুড়ে ফেলছে আর আঙ্গুল ভেঙ্গে বসে আছে। রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি? ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।

রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়? ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না। ইচ্ছে পূরণ প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে? প্রেমিক : জি পারব। প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কি করে? প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না! ভিক্ষুক :- স্যার.. ২০টা টাকা দেন.. কফি খাবো। লোক :- কেন ?? কফি তো ১০ টাকা কাপ.. ভিক্ষুক :- স্যার, সাথে গার্লফ্রেন্ড আছে তো, তাই.. লোক :- ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ড ও বানিয়েছ.. ভিক্ষুক :- জ্বী না স্যার.. গার্লফ্রেন্ডই বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে ।

। ইন্টারনেট থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.