আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতিদের শপথ

অশরিরী আলোর তীব্র অপেক্ষায় পার করি প্রতিটি ন্যানো সেকেন্ড !!!

তুমুল হট্টগোলের মাঝেও চার বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করিয়ে বেলা সাড়ে ১১টার দিকে জাজেজ লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন। নবনিযুক্ত চার বিচারপতি� ফরিদ আহমেদ, নজরুল ইসলাম তালুকদার, রুহুল কুদ্দুস বাবু ও খসরুজ্জামান এর শপথগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্টের দুই পক্ষের আইনজীবীরা প্রধান বিচারপতির খাস কামরার সামনে মুখোমুখি অবস্থান নেয়। এর আগে গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি রুহুল কুদ্দুস বাবু ও খসরুজ্জামানসহ ১৭ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এরপর ১৮ এপ্রিল এই দুইজন ছাড়া বাকিদের শপথবাক্য পাঠ করান সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। রুহুল কুদ্দুস একটি হত্যা মামলার আসামী আর খস্রুজ্জামান সুপ্রিম কোর্টে হামলা মামলার আসামী। আমাদের দুর্ভাগ্য ক্ষত যুক্ত এমন মানুষ দের বিচার আমাদের মেনে নিতে হবে। আরো দুর্ভাগ্য যে আমাদের রাস্ট্রপতি মহোদয় সর্বোচ্চ বিচারালয়ের বিচারক হিসেবে তাদের ছাড়া কাউকেই খুজে পাননি। তারপরও নতুন বিচারপতিদের জন্য শুভ কামনা রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.