এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিটের আবেদন শুনতে এবার অপারগতা প্রকাশ করলেন হাইকোর্টের চতুর্থ বেঞ্চটি ও ।
১। কিন্তু কেন এই বিব্রতবোধ বা অপরাগতা প্রকাশ আমরা ইহা জানতে চাই ।
২। সঠিক সুন্দর রায় দেওয়ার সৎ সাহস যাদের নাই তাদের বিচারক হিসাবে দায়িত্বপালন কতটুকু যুক্তিযুক্ত তাহা ও আমার মনে প্রশ্ন ।
৩।
নাকি কোন রাজনৈতিকদলের নিয়োগ পাওয়া বিচারক ওরা এটাও জানা দরকার, হয়তো ওদের রায়ে তাদের পক্ষের রাজনীতিবিধরা যাতে অখুশী না হয় ওদের ওপর তাই এমন পাশ কাটা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।