সাধারণত বাসায় যখন টিভি দেখি তখন:
1) একা একা টিভি দেখলে কোন অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য আসে না।
2) যখন অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য আসে টিভিতে তখন হঠাৎ সেখানে আব্বা বা আম্মার কেউ একজন এসে হাজির হয়।
3) সবসময় রিমোট কাজ করলেও অজানা কারণে সে সময় রিমোট কাজ করেনা।
4) যদি রিমোট কাজ করে তবে রেন্ডম যে চ্যানেলটা দেয়া হোক না কেন দেখা যায় সেখানেও অন্তরঙ্গ দৃশ্যের চিত্রায়ন।
5) তো এই বিব্রত মূহুর্ত গুলোতে কত নাম্বারে খেলার চ্যানেল সেটা মনে পড়ে না।
6) যদি মনে পড়ে যায় আর খেলার চ্যানেল দিই, দেখা যায় সেখানে মেয়েদের বিচ ভলিবল বা রেসলিং দেখাচ্ছে।
7) আর যদি কোন ভাবে চ্যানেল ঘুরায় আর তাতে বিজ্ঞাপন চলে তবে দেখা যায় সে বিজ্ঞাপন হয় স্যানিটারি ন্যাপকিন,হেয়ার রিমুভার অথবা বডি স্প্রের
সুড়সুড়ি মার্কা বিজ্ঞাপন।
—— এই বার বাড়ি এসে তাই ম্যানুয়ালি 1,11 আর 111 নাম্বার চ্যানেলে বিটিভি সেট করেছি। লে বাবা, কিছু হলেই রিমোটে 1 টিপবো। তাড়াহুড়া করে টিপতে গিয়ে 1 এর জায়গায় 11 বা 111 টিপে দিলেও সমস্যা নেই, বিটিভিই আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।