আমাদের কথা খুঁজে নিন

   

স্নোডেনের জয় হলো: অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাপক গোয়েন্দা নজরদারি কর্মসূচির গন্ডি বেঁধে দেয়ার যে পরিকল্পনা করেছেন তাতে স্নোডেনেরই জয় হয়েছে বলে অ্যাসাঞ্জ মন্তব্য করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নজরদারি কর্মসূচি রদবদলের পরিকল্পনা করে মার্কিন প্রেসিডেন্ট মূলত তথ্য ফাঁসকারী হিসাবে স্নোডেনের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন।
ওবামা শুক্রবার নাগরিকদের ফোন এবং ইন্টারনেটে আড়িপাতার গোয়েন্দা কর্মসূচিতে আরো স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়াসহ এর কোনোরকম অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা রাখা এমনকি ফোনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য আইনও সংশোধনের পরিকল্পনা প্রকাশ করেন।
স্নোডেনের তথ্য ফাঁসের কারণেই ওবামা সরকার এখন আড়িপাতা কর্মসূচি ঢেলে সাজাচ্ছে উল্লেখ করে অ্যাসাঞ্জ বলেন, “আজ এডওয়ার্ড স্নোডেন আর তার অগণিত সমর্থকেরই জয় হয়েছে”।
হাজার হাজার গোপন মার্কিন নথি প্রকাশ করে হৈ চৈ ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন।
স্নোডেনকে শুরু থেকেই সমর্থন করে আসছেন তিনি। স্নোডেন গোয়েন্দা তথ্য ফাঁসের আগেই যুক্তরাষ্ট্র নজরদারি কর্মসূচিতে রদবদল করার পরিকল্পনা নিয়েছিল বলে ওবামা যে দাবি করেছেন তা উড়িয়ে দিয়েছেন অ্যাসেঞ্জ।
তিনি বলেন, “সহজ সত্যটা হচ্ছে এই যে, স্নোডেন গোপন কথা ফাঁস না করলে গোয়েন্দা ওই কর্মসূচি সম্পর্কে কেউ কিছু জানতে পারত না। আর এর কোনো পরিবর্তনও হত না”।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.