চলতি বছরের ২২ এপ্রিল এমআই-ফাইভের মহাপরিচালক নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে তিনি এ অভিযোগ করেন।
তবে তিনি স্নোডেনের নাম উচ্চারণ করেননি।
তিনি বলেন, “তথ্য ফাঁসে পশ্চিমের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা বন্ধে নিরাপত্তা সংস্থার সামর্থ্য দুর্বল হয়েছে। ”
ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা নিয়ে নজিরবিহীন এক খোলাখুলি বিতর্কে পার্কার সতর্ক করে বলেন, “বড় ধরনের হামলা পরিকল্পনা উদঘাটনের জন্য তার গোয়েন্দাদের সন্দেহজনক যোগাযোগগুলোতে আড়িপাতা ও বার্তা পড়ে দেখা প্রয়োজন। ”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক ঠিকাদার স্নোডেনের তথ্য ফাঁসে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দাদের কর্ম পরিধি গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে উন্মুক্ত হয়ে পড়ে।
এতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বিশ্বব্যাপী কূটনৈতিক বিপর্যয়ের শিকার হয়।
ব্রিটেনের গোপনে আড়িপাতা বিষয়ক সংস্থা জিসিএইচকিউ’র তৎপরতা ফাঁসের বিপদ সম্পর্কেও সতর্ক করেন তিনি।
স্নোডেনের ফাঁস করা তথ্য গণমাধ্যমে প্রকাশের পর জিএইচকিউ’র তৎপরতা ও তাদের আড়িপাতার সামর্থ্য সম্পর্কে সাধারণ মানুষ জেনে যায়।
“জনসাধারণের কাছে জিসিএইচকিউ এর কর্মপরিধি ও কৌশল ফাঁস হয়ে যাওয়ায় ভীষণ ক্ষতি হয়েছে। এই ধরনের তথ্য হাতে পাওয়ায় সন্ত্রাসীরা সুবিধা পেয়েছে।
আমাদের ফাঁকি দিয়ে যেখানে ইচ্ছা হামলা চালাতে তাদের যা প্রয়োজন ছিল উপহার হিসেবে তাই পেয়েছে তারা। ”
“আমরা হাজার হাজার মানুষের বিরুদ্ধে কঠোর নজরদারী চালাবো বা চালাতে পারবো এই ধারণা অবাস্তব। এটা পূর্ব জার্মানি বা উত্তর কোরিয়া না, আর না হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ,” লন্ডনে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।