বিশ্ব সমৃদ্ধির সূচকে ভারত গতবারের চেয়ে এবার ১০ স্থান নিচে নেমে ৮৮-তে অবস্থান করছে। দুর্বল স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা এবং সেই সঙ্গে দুর্বল ব্যবসায়িক অবকাঠামোর কারণে ভারতের অবস্থান এবার নিচে নেমে গেছে।
লন্ডন-ভিত্তিক লেগাটাম ইনস্টিটিউট এই সূচক তৈরি করে। গত বছর ভারতের অবস্থান ছিল ৭৮-এ। ১১০টি দেশের মধ্যে চীনের অবস্থান এবার ৫৮-তে।
শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় ফিনল্যান্ড, চতুর্থ অস্ট্রেলিয়া ও ৫ম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সূচক তৈরিতে ১১০টি দেশে ৮৯টি বিষয়ের ওপর তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। সূচকগুলো ৮টি উপবিভাগে ভাগ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা একথা জানায়।
গ্যালাপ ওয়ার্ল্ড পোল-২০০৯ এবং জাতিসংঘের উন্নয়ন রিপোর্টসহ বিভিন্ন সূত্রের তথ্য-উপাত্ত অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিকদের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।
শিক্ষা ক্ষেত্রে সূচকে ভারতের অবস্থান ৮৯তম এবং স্বাস্থ্যে ৯৫তম, ব্যবসায়িক অবকাঠামো ও সুযোগ-সুবিধায় ৯৩তম এবং সামাজিক পুঁজিতে ১০৫তম স্থানে রয়েছে। সমৃদ্ধ সূচকে বলা হয়, ‘ভারতের স্বাস্থ্যসেবা খুবই দুর্বল, সামগ্রিক রোগ ও অপুষ্টি রোধে ব্যর্থতা, ব্যবসায়িক অবকাঠামো দুর্বল, শিক্ষা ব্যবস্থা খুবই অনুন্নত, সামাজিক পুঁজি চরম নিম্নস্তরে অবস্থান করছে। ' তবে দু'টি বিষয়ে ভারত এগিয়ে আছে। একটি হলো অর্থনীতি, অপরটি শাসন ব্যবস্থায় ৪১তম স্থানে অবস্থান করছে।
সার্বিক বিশ্ব র্যাংকিংয়ে চীন ভারতের চেয়ে ৩০ স্থান উপরে অবস্থান করছে। অর্থনীতিতে চীনের অবস্থান ২৪তম। সেখানে ভারত রয়েছে ৪৪তম স্থানে। সামাজিক পুঁজি সূচকে চীন ২৭তম।
র্যাংকিংয়ে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে জিম্বাবুয়ে (১১০), পাকিস্তান (১০৯), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (১০৮) ইথিওপিয়া (১০৭) ও নাইজেরিয়া (১০৬)।
সমৃদ্ধি সূচক বিশ্বের বিভিন্ন দেশ ও নাগরিকদের সম্পদ, সুখ ও সম্ভাবনার এক ব্যাপকভিত্তিক ধারণা দেয়। (বাসস )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।