আমারে কবর দিও হাঁটুভাঙার বাঁকে
তোমার সাথে কত্ত-কতবার দেখা হয়েছে! স্নিগ্ধ তোমার হাসি। রূপ। প্রতিবার তোমার দেখায় মেলে মোলায়েম অন্তরঙ্গতা। প্রতিদিন তুমি কত্ত মধুর: যেন 'ও-হ কি ওহ বন্ধু কা-জ-ল ভোমরা রে'। রূপা।
আমার অরূপ রূপ। রূপা।
প্রতিদিন তোমার পুঁজি বাড়ে? কত হয়? প্রতিদিন অন্যরা ছোট হতে থাকে তোমার ডায়েরীতে? প্রতিপত্তি-দিন? পুঁজি কত হলে নতুন ব্যবসায় হয়? আহ্ যদি খরচ না থাকতো! কত্ত-যে-প্রফিট হতো! রূপা। আমার অরূপ রূপ।
নতুন কত ডিপোজিট স্কীম এনেছে ব্যংকগুলি! কিছু কিছু অনেক হালাল।
কেন যে অনেকেই বোঝে না!
তোমার সাথে আবার দেখা হলো রূপা। আহ্ আবারো মোলায়েম ঢঙ্গে আড্ডা। আচ্ছা, আবার কবে? রূপা আমার অরূপ রূপ।
কবে যে! ও-হ কি ওহ আমার বন্ধু কা-জ-ল ভোমরা..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।