আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে ফেলেছি!?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

দেশ থেকে বের হয়েছি দশ বছর! এর মাঝে আর ফেরা হয়নি একবারও! এ সময়ে হারিয়েছি অনেক কিছু আবার পেয়েছিও বহু। দেশ থেকে যে পাসপোর্ট নিয়ে বের হয়েছিলাম সেটির পাতা শেষ হওয়ায় নতুন পাসপোর্ট নিয়ে আবার পথ চলা। দ্বিতীয়টিরও পাতা ফুরিয়ে যাওয়ার পর আরেক দেশ থেকে আবার নতুন বই তুলেছি। তৃতীয়টির সব পাতা শেষ হওয়ার এক পা আগেই আমার পথ চলা থেমে গেছে। তবে সেটিও মেয়াদ পেরিয়েছে অনেক দিন। আজও নবায়ন করা হয়নি! এর মাঝে তত্বাবধায়ক সরকার এলো। অনেক ভালো কাজের মধ্যে একটা খারাপ কাজের সিদ্ধান্ত নিলেন তারা। "যে সব বাংলাদেশী নাগরিক পাঁচ বছরের বেশী দেশের বাইরে থাকবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে!" এ পদক্ষেপটি যে বাংলাদেশের জন্য একেবারেই বেমানান সেটা তারা বুঝতে পারেন নি। যেমন বুঝতে পারেনি হাসিনা সরকার। কি দরকার ছিলো গরীব দেশে দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষনা করার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.