আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: খয়েরি শালিকের বাদামী ঠোঁট



কবিতা: খয়েরি শালিকের বাদামী ঠোঁট -এম জসীম হয়তো খয়েরি শালিকের বাদামী ঠোঁট ধানের খোসা খুটে কুড়াবে আহার হেমন্তের ভোরে ... আবারো খেলাচ্ছলে দুষ্ট চড়ুই বাঁধবে নীড় তোমার শোয়ার ঘরে কিন্তু আমাদের হবেনা আর নিবিড় আলিঙ্গণ কোনোদিন, এই তল্লাটে! আবার লতানো সোনালী লতার শরীর জুড়ে আশ্রিত হবে জোনাকি জোৎস্না রাতের মোহন প্রদর্শনী মুগ্ধ আবেশ ছড়াবে তোমার মনের গ্রামে হয়তো হাসনেহেনার সুবাসে গড়াবে রাত্রির বয়স ঘাসে -ঘাসে শোভা পাবে দিবসের কান্নার মতো বুকের সরোবর থেকে নির্গত কুয়াশার ঘাম হয়তো দীর্ঘশ্বাসের রণ শেষে দ্যুতি ছড়াবে অমিত স্বপ্নালোক। আবার ভাটি শেষে প্রবাহ আসবে জলের জোয়ার বলেশ্বর -পায়রার গাঙে ছড়াবে ছলাৎ-ছলাৎ যৌবনা ঢেউ শীত আগমনের মতো উত্তুরে হাওয়ায় ভেসে বেড়াবে অস্ফূত মিলনের আহবান গভীর ঘুম থেকে জেগে উঠবে মাঝরাতে নীরবে, অবলীলায় নতজানু হয়ে দেবেও সাড়া হয়তো আবার সমর্পিত হবে যেভাবে আমাতে হয়েছিলে একদিন.... যেভাবে কেউ কোনোদিন ভালবাসেনি আর ! ৩১ অক্টোবর-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.