আমাদের কথা খুঁজে নিন

   

মান্নানের প্রথম কাজ বৃক্ষরোপণ

রোববার প্রধানমন্ত্রীর কাছ থেকে মেয়র হিসেবে শপথ নেয়ার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় নিজের এই পরিকল্পনার কথা জানান।
মান্নান বলেন, “এখন যেহেতু বর্ষাকাল চলছে। তাই এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অগ্রাধিকারের ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হবে।”
সকালে প্রধানমন্ত্রীর কাযর্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়।
গত ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী মান্নান আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খাঁনকে এক লাখের বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
বিরোধী দল সমর্থিত মেয়রকে শপথ পড়ানোর পর শেখ হাসিনা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মান্নান শপথ অনুষ্ঠানের বিষয়ে বলেন, “অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ হয়েছে।”
তিনি জানান, সোমবার নিজের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.