নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।
ভোর চারটানাগাদ সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট ৩৯২টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মান্নান পেয়েছেন তিন লাখ ৬৫ হাজার ৪৪৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট। আজ রোববার ভোর চারটার দিকে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল শনিবার গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আজমত উল্লা খান লড়েছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর এম এ মান্নানের প্রতীক টেলিভিশন।
উত্সবমুখর পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এখানে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন।
সন্ধ্যার পর থেকে গাজীপুর সদরে বঙ্গতাজ পৌর মিলনায়তনে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা শুরু করেন।
গত ৭ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।