আমাদের কথা খুঁজে নিন

   

মান্নানের নৌকা ডুবাল সালমা

রোববার অনুষ্ঠিত বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে মহাজোটের দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এই দুই প্রার্থী জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন।

নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা লাঙ্গল প্রতীকে ৫৩ হাজার ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মান্নান খান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮৬৯০ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩৭৮৯৫৮। ১৭৭টি কেন্দ্রে ভোট পড়েছে ১০৩৯৬১টি, এর মধ্যে বাতিল হয়েছে ১৯৩০ ভোট।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সালমা এবারই প্রথম সরাসরি নির্বাচনে অংশ নেন। তিনি নির্বাচনকালীন সরকারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মান্নান খান নবম সংসদ নির্বাচনেই প্রথম জয় পান। এরপর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

কেন্দ্রীয় নেতা মান্নান খানের এলাকার আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন।

মান্নান খানের বিরুদ্ধে নেতা-কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ ছিল তাদের।

অন্যদিকে মান্নান খানের অভিযোগ, যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের স্ত্রী নির্বাচনে অর্থ ছড়িয়েছেন।

রোববার ভোটের দিনও আওয়ামী লীগের এক কর্মীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে মান্নান খান বলেন,“আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.