আমাদের কথা খুঁজে নিন

   

এবার জনশক্তি রপ্তানি কমবে ৭৫ হাজার



বৈশ্বিক মন্দার হাওয়া লেগেছে বাংলাদেশের শ্রমবাজারেও। এ কারণে গেল অর্থ বছরের চেয়ে এ বছর শ্রমিক রপ্তানির লক্ষ্যমাত্রা ৭৫ হাজার কম ধরা হয়েছে। তবে বাজার বাড়াতে সরকারের প্রচেষ্টা আগের চেয়ে আরও বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ। রোববার সিরডাপ মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ক জাতীয় পরামর্শক কর্মশালায় তিনি এ কথা বলেন। ড. জাফর আহমেদ বলেন, ‘বৈশ্বিক মন্দা ও অস্থিরতার কারণে জনশক্তি রপ্তানির ল্যমাত্রা কমিয়ে চার লাখ করা হয়েছে।

জনশক্তি রপ্তানি বাড়াতে সরকার নানামুখি প্রচেষ্টা চালানো চালিয়ে যাচ্ছে। ’ তিনি আরও বলেন, সরকার এরই মধ্যে বিশ্বের ১৩ দেশে শ্রম শাখা খুলেছে। শিগগিরই ইতালিতেও শ্রম শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালে বাংলাদেশ থেকে প্রায় চার লাখ ৭৫ হাজার শ্রমিক বিদেশে গেছে। ড. জাফর বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতার কারণে এ বছর ল্যমাত্রা কমিয়ে আনা হয়েছে।

তবে তা সত্ত্বেও বছরের শেষ নাগাদ এ ল্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে সরকার আশা করছে। ’ তিনি আরও বলেন, ‘প্রবাসীদের পাঠানো টাকা (রেমিটেন্স) বাংলাদেশের জাতীয় আয়ের েেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখে। যা মোট অভ্যন্তরীণ আয়ের (জিডিপি) ৩০ শতাংশ। ’ এছাড়া নতুন শ্রম বাজার অনুসন্ধান ও জনশক্তি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার এরই মধ্যে ৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান ড. জাফর আহমেদ । প্রয়োজনে এ খাতে আরও টাকা বরাদ্দ দিয়ে নতুন শ্রম বাজার অনুসন্ধান ও বাজার ব্যবস্থাপনা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের আইন করেছে। এটি কার্যকরভাবে কাজ শুরু করলে শ্রম খাতে অবদান রাখতে পারবে। এ ব্যাংক বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবে। ’ কর্মশালায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েন বলেন, ‘বাংলাদেশের উচিত অধিক পরিমাণ দ ও প্রশিতি শ্রমিক পাঠানো। ’ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরো (বিএমইটি)’র সহায়তায় ইতালিয়ান সংস্থা টেরে ডেস হোমস এবং বাংলাদেশের ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

বিএমইটি`র মহাপরিচালক খুরশীদ আলম চৌধুরী কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, ইউরোপীয় ইউনিয়ন’র কান্ট্রি রিপ্রেজেনটিটিভ স্টিফেন ফ্রোয়েন, ঢাকায় ইতালিয়ান দূতাবাসের সহকারী হাইকমিশনার এডমান্ডো ফ্যালকোনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.