প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
অ.
শেষ বিকেলের লাল আলো টা ফিকে ফিকে
শুন্যতা শুন্যতা শুধু চারিদিকে।
আ.
নিজের চোখে তাকিয়ে দেখি নিজের লাশ
বুকের ভেতর পরত পরত দূর্বা ঘাস।
ই.
কোথাও কেউ নেই-মিছে সব আলো রঙ
চেতনার গা জুড়ে জমেছে কালো জঙ।
ঈ.
তোমার ঈশ্বর আমার কাছে অর্থহীন
আমিই ঈশ্বর-আমি পূজক-বেঁচে থাকা শর্তহীন।
উ.
ধরে বেঁধে আমায় তোর পূজারী বানালি
ও ঈশ্বর!এ কেমন তোর ক্রীড়া-প্রণালী!!
ঊ.
কবিতায় নেই কোন উৎসব-পোড়া বাতিঘর
বুনো হাঁস-গাঙচিল-মুঠোফোন-প্রিয় স্বর!!
ক.
আলাভোলা হাসি গুলোর শব্দ ভাঙ্গে রোদ,
শব্দ ভাঙ্গি-রোদ ভাঙ্গি......
এ আমার যান্ত্রিক প্রতিশোধ!!
খ.
ধর্মে বেঁধে গলায় গেঁথে দিলে বিষ-শর,
মৃত স্রষ্টা নিপাত যাক......
আমার মাঝে আমিই একা ঈশ্বর!!
গ.
দূরে ফেলে দে,বিষাক্ত পূঁজিবাদী নিঃশ্বাস,
এই নে তোর ভিঞ্চি কোড.....
হুমায়ুন আজাদ-'আমার অবিশ্বাস'!!
ঘ.
স্রষ্টা খুঁজি দিবা-রাত্রি;ভেতরে আর বাহিরে,
গরীবের স্রষ্টার দাফন হলো......
কোথাও সে আর নাহি রে।
ঙ.
জানলা খোলা হাওয়ায় হাওয়ায়..তোমার স্মৃতি রা,
কোথায় যে আজ হারিয়ে গেলো....
গর্ব করে বলা তোমার শারীর-রীতি রা!!
চ.
অগ্নিকুন্ডে জ্বলছে দ্যাখ-আমার লাশ,
লাশের পাশেই বসে আমি...
ছাড়ছি দীর্ঘশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।