আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙন.............

সন্দেহে আছি সত্য

এখানে এই শীতল রাত্রিতে গাছেদের নোনা স্বাদ নিয়ে বাতাসে যে বারুদ জ্বেলে দিয়েছে চাঁদ আর তারা তার ফাঁক থেকে দেখা সুদূর সুনীল জ্যোৎস্না মুহুর্মুহু কে যেন দখিনা দুয়ার খুলে শাড়ির আঁচল বিছায়ে ডাকছে ডাক এক দূরে জানি না সে কোথাকার তারেই প্রয়োজন আর কেউ নয় ভালবাসি না আর কাউকে রোমান্টিক বলা যেতে পারে লেবাস যা ইচ্ছে দাও অজ্ঞান সে জ্ঞান নৌকোর গলুইয়ের মত উঁচু হয়ে আছে লীলা নক্ষত্রের দিকে..................................... আমারে লয়ে চলো ওই বসুন্ধরে কোলের সন্তানে তব কোলের ভিতরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।