ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"
গত বুধবারের কথা...
ছোট বোনকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। ক্যান্টনমেন্ট এ ঢোকার মুখে একটা দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। বৃদ্ধ এক রিকশাওয়ালাকে রিকশা থেকে নামিয়ে দুই গালে থাপ্পড় লাগিয়ে দিল রাস্তার মোড়ে ডিউটিরত মিলিটারী পুলিশ( এমঃপি)। তার অপরাধ - সে জেব্রা ক্রসিং এর উপরে চলে এসেছে, সময়মত রিকশা থামায়নি!!!
পিত্তি জ্বলে গেল, কিন্তু প্রকাশ করতে পারলাম না, বরাবর যেমনটা হয়...
আর কত???
কইতে মন চায়, অনেক কিছু...
তুই শাস্তি দিবি দে... রিক্সা আবার ঘুরায়া দে, পাম ছাইড়া দে, আর যদি এতই পিডাইতে মন চায় নামায়া একটা বাড়ি দে...গালে থাপ্পড় মারলি কেন???সে রিকশাওয়ালা তো কি হইসে? সে মানুষ না? তার সম্মান নাই?!
মাঙ্গের নাতি, সম্মান কি জিনিস তুই কি বুঝবি।আগে শুনতাম, দৌড়াইতে দৌড়াইতে বলে তোগো মগজ হাঁটুতে নাইমা যায়, অহন তো মনে হয় এতদূর নামার আগেই অন্য রাস্তা দিয়া বাইর হইয়া যায়! (ততদিনে ফুডাও বড় হয়া থাকে!!)
তুই কিয়ের শান্তিমিশনে গেছস...কিয়ের নাম কুড়াইছস, আমারে কইয়া লাভ নাই-- কথা সোজা, কথা একটা! -----তর আর তর বউএরটা কই থেইকা জোটে জানি না কিন্তু ''পাবলিকের টাকা দিয়াই তর বাচ্চার ভাত জোটে, এইটা মনে রাখিস''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।