আমাদের কথা খুঁজে নিন

   

শুধু দেশাত্ববোধক স্লোগানেই পাবলিকের পেট ভরবে না! ফ্যাসিলিটিও বাড়াতে হবে

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না ফেবুতে একটা ভিডিও আপলোড দিছি, সুন্দরমতন আপ হইছেও কিন্তু পাবলিশ হয় না! কাহিনী আর বুঝতারিনা ইট্টু পরে হেতারা কয় ২০ মিনিটের বেশি কোন কিছু আপ অইত ন ! ভিডিওটা ছিল ২০ মিনিট ৪২ সেকেন্ডের, শালার ৪২ সেকের জন্য ধরা খাইলাম। এরপর গেলাম ইউটিউব মামার কাছে, হেই হানেও খুব সুন্দরমতন আপ হইছে কিন্তু পাবলিশ হয় না! হেরা কয় ভিডিওটা মেলা লম্বা, আন্নের একাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ওকে ভাল কথা, হেরা মোবাইল নাম্বার চাইলো- টেক্সট মেসেজ নাকি পাঠাবে। দিলাম নাম্বার কিন্তু মেসেজ আর আহে না................ যাউকগা স্যাশম্যাশ চাইনিজ ওয়েবসাইট youku তে গেলাম, আপও হইলো পাবলিশও হইল। না কইলো আফনের ভিডিও বুড্ডা আর না কইলো ভেরিফিকেশন করতে।

এই চাইনিজগো ইমেইল ওয়েব 163.com এইহানে 2GB অবধি ফাইল পাঠানো যায় গুগলের মতন 25MB লিমিটেশন নাই। আমরা বাংলাদেশে কাউকে বড় ধরনের কোন ফাইল বা সফট পাঠানোর জন্য mediafire/ drop box জাতীয় ওয়েব ইউজ করি। নিজে drop box এ আপ করে ঐ লোককে ইউজার নেইম আর password বলে দেই। চাইনিজগো এত ঝামেলা পোহাতে হয় না, ওরা এক qq দিয়েই সব কেল্লাফতে! ক্যাম্পাসের এক বড় ভাই, তার কর্মস্হল পাওয়ার প্লান্টের জন্য একটা সফট লাগবে, winrar দিয়ে জিপ করার পরও 4GB. আমি চীন থেকে বিডিতে ঐ সফট অনায়াসে qq তে পাঠাইয়া দিলাম। আগে মনে করতাম ওরা ইংরেজি পারে না বলি নিজেগোর ওয়েব ইউজ করে, আসলে কারন যে শুধু এক ইংরেজিই নয় আরও আছে, নিজেদের জিনিসে যদি এত সুবিধা পাওয়া যায় তাইলে কার এত ঠ্যাকা পরছে ফরেন জিনিস গলাধঃকরণের! এহন পাস্তে পারি কেন চাইনিজরা বিশ্বের যেখানেই থাকুক নিজেগোর ওয়েব ইউজ করে; শুধু দেশাত্ববোধক স্লোগানেই পাবলিকের পেট ভরবে না! ফ্যাসিলিটিও বাড়াতে হবে।

ফ্যাসিলিটি না বাড়িয়ে পাবলিকরে শুধু স্লোগানের দড়ি দিয়া ধইরা বাইন্দা রাখা যাবে না! তারা যেখানে সুবিধা পাবে আজ হোক কাল হোক সেখানে যাবেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.